নির্বাচনে নকল করার কোন সুযোগ নাই আইন শৃংখলা সভায়-ওসি শাহীদ মাহমুদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:54 PM, 07 April 2016

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীদ মাহমুদ খাঁন বলেছেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সহায়তা করুন। আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে পুলিশকে সর্বাত্বক সহায়তা প্রদান করুন। আসন্ন ইউপি নির্বাচনে কোন প্রকার নকল করার সুযোগ নাই,নির্বাচনে পাশ করতে চাইলে নিজের যোগ্যতায় জনগনের কাছে ভোট প্রার্থনা করুন। কোন রংবাজী,সন্ত্রাসী, পেশী শক্তি ব্যাবহার করলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, মাদক নিমূল করতে পুলিশকে সহায়তা করুন। গতকাল বুধবার গাবতলীর দক্ষিপাড়ার লাংলু স্কুল মাঠে আয়োজিত নির্বাচন পূর্ব আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সমাজসেবক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন,বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব সেলিম, আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ রফিকুল ইসলাম, এস আই লালমিয়া,জাকের পার্টির সভাপতি তারাজুল ইসলাম,সাবেক চেয়ারম্যান ণুহু আলম সরদার,সমাজসেবক শহিদুল ইসলাম,ইউপি সদস্য প্রার্থি এনতাজুল ইসলাম,মর্জিনা বেগম,মতিউর রহমান,আব্দুল আউয়ালসহ এলাকার হাজারো গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :