নেকটার বগুড়ায় ডেঙ্গু/মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান 

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:32 PM, 06 August 2019

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ায় মঙ্গলবার ৬ আগষ্ট, ২০১৯ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে বগুড়া জেলা প্রশাসনের চিঠির ভিত্তিতে ডেঙ্গু/মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান/ক্রাশ প্রোগ্রাম জেলার সরকারী-বেসরকারী/আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে অংশ হিসেবে অত্র প্রতিষ্ঠানের পরিচালক (উপসচিব) মোঃ শাফিউল ইসলামের সার্বিক তত্বাবধানে নেকটার ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত একাডেমীর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ মঙ্গলবার নেকটার পরিচালক (উপসচিব) মোঃ শাফিউল ইসলাম ও উপ-পরিচালক মুহাম্মদ মাহমুদুর রহমানের সার্বিক তত্বাবধানে ডেঙ্গু/মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :