পঞ্চগড়ে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের প্রি- কাউন্সিলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:32 AM, 17 May 2019

সাজেদুর আবেদিন শান্তঃ
পঞ্চগড়ের বোদায় নিজস্ব হলরুমে আজ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের যুব সংগঠন ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বোদা পঞ্চগড়ের বার্ষিক প্রি- কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রি-কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন রকমের সেশনে যুক্ত হয় ইয়ূথ সদস্যরা। কাউন্সিল উপলক্ষ্যে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সুবর্ণা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আক্তার, ইয়ূথ কো- অর্ডিনেটর গাজী আনিকা আসলাম, বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার অনিল চন্দ্র শর্মা, বিদায়ী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। আলোচনা শেষে সভাপতি ২০১৮-১৯ ইং মেয়াদকালের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
খাদ্য অধিকার নিয়ে সোচ্চার এ আন্তর্জাতিক যুব সংগঠনটির প্রি-কাউন্সিলে বোদা পঞ্চগড়ের ২০১৯-২০ইং মেয়াদকালের নতুন সভাপতি রাসেল ইসলাম, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনালিসা আক্তার আইরিন, সহ-সাধারণ সম্পাদক জুলি আক্তার ডলি, অর্থ সম্পাদক কৃষ্ণা রাণী, সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক সোনামণি রাণী, প্রচার ও প্রকাশনা সম্পদাক পরিমল চন্দ্র বর্মন, ক্যাম্পেইন সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী সদস্য রায়হান কবির, মিতু রাণী, মিজানুর রহমান মিলন, আশিক ইসলাম, মাহফুজা আক্তার ও শারমিন আক্তার । ১৫ সদস্যের এই নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বাংলাদেশ এর ইয়ূথ কো-অর্ডিনেটর গাজী আনিকা আসলাম।
দিনব্যাপী প্রি-কাউন্সিলে নতুন কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সিজুল ইসলামের পরিকল্পনা এবং সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কমিউনিটি অর্গানাইজার কল্পনা রাণী এবং শিশুশিল্পী খুকুমণি। নৃত্য পরিবেশন করেন ইয়ূথ সদস্য মোনালিসা আক্তার আইরিন, মিতু রাণী, কৃষ্ণা রাণী, সোনামণি রাণী, প্রিয়াঙ্কা রাণী, খুশি রাণী, ভারতী রাণী, লাবণী রাণী, খুকুমণি এবং বৃষ্টি শর্মা।

আপনার মতামত লিখুন :