পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে -হাফিজ উদ্দিন আহমেদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:33 PM, 20 December 2015

 

পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আন্দোলনের এ পরিকল্পনার কথা জানান।

‘পৌর নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে ‘অল কমিউনিটি ফোরাম’ নামে একটি সংগঠন।

আলোচনায় প্রশ্ন তুলে হাফিজ উদ্দিন বলেন, ‘সরকার কেন উদার হতে পারে না? পৌর নির্বাচন দিয়ে তো আর সরকার পরিবর্তন হবে না। তবে গণতন্ত্র রক্ষার জন্য এবার সুষ্ঠু পৌর নির্বাচন করবে সরকার এটাই আমাদের প্রত্যাশা।’

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসনের ডাকে সরকারের আগেই ইসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন হাফিজ।

সরকার নির্বাচনে কারচুপি করার জন্য একটি নীল নকশার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বলব মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। বল প্রয়োগ করে কেউ যাতে নির্বাচিত হতে না পারে।’

ইসির উদ্দেশে হাফিজ আরো বলেন, ‘জনগণ যদি ভোটকেন্দ্রে যেতে না পারে তাহলে নির্বাচনের ব্যবস্থা করে লাভ কী? শুধু শুধু ২০ দলের নেতাকর্মীদের জীবননাশ করা হচ্ছে। বিএনপির প্রার্থীরা মাঠে নামতে পারছে না। হামলা-মামলা করে নেতাকর্মীদের কারাগারে নেয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। একজন কাউন্সিলরের মাকে অন্য কাউন্সিলর মেরে ফেলেছে।’

‘এদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? তারা কী করে?’ এমন প্রশ্নও তোলেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

আপনার মতামত লিখুন :