বগুড়ার গাবতলীতে ছাত্রকে পেটানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ক্লাস বর্জন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:28 PM, 13 May 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল করুনা উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর এক ছাত্রকে বেদম পেটানোর প্রতিবাদে গতকাল সকালে বিদ্যালয়ের ছাত্ররা ক্লাস বর্জন করে বিক্ষোভ এবং উক্ত শিক্ষকে অপসরনের দাবীতে মানববন্ধন করেছে। এব্যাপারে ইউএনও রবাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন। জানাগেছে ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুল হালিম গত সমবার দুপুরে তুচ্ছ এক ঘটনায় বিদ্যালয়ের রব্বানী নামের ১০ শ্রেনীর(বিজ্ঞান বিভাগের) রোল ১ কে বেদম মারপিট করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক আব্দুল হালিমকে অপসরনের দাবীতে ছাত্ররা ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসুচী পালন করেন। খবর পেয়ে গাবতলী থানার এস আই আহাদ সঙ্গীয় ফোর্স ঘটনার স্থল পৌছিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এব্যাপারে অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম জানান, রব্বানী ছাত্রীদের কমনরুমে দুষ্টমি করছিল এ কারনে তাকে শাসন করা হয়েছে।বিদ্যালয়ের সভাপতি সাবিনা আকতার লিথির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী মন্ডল ট্রেনিংয়ে বাহিরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবং সহকারী অন্যান্য শিক্ষকরা বিষয়টি দুঃখজনক বলে জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন ও অভিভাবক কমিটির নেতৃবৃন্দ ঘটনার স্থলে সকলকে শান্ত থাকার আহবান জানান এবং ঘটনার সাথে জড়িত শিক্ষকে আইনের মাধ্যমে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবীব বলেন বিষয়টি তিনি শুনেছেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :