বগুড়ার গাবতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ককটেল বিস্ফোরনের অভিযোগে মামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:05 PM, 10 June 2016

গাবতলী (বগুড়া)প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের সদস্য সাব্বির হাসান জাফরু পাইকারের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ আজম খান।

জানা গেছে, গত ৮জুন বুধবার রাত পৌণে ১০টায় গাবতলী উপজেলা সমবায় সমিতি লিঃ এর অফিসকক্ষের দক্ষিণ ধারের জানালায় কে-বা কাহারা ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান এ এইচ আজম খান বাদী হয়ে উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকারের নাম উলে­খ করে এবং ১৫/২০জন অজ্ঞাত বলে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকারের সঙ্গে কথা বললে তিনি বলেন, গত ৮ই জুন বেলা সাড়ে ১১টায় (ঘটনার রাতে) আমি বগুড়া থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে ঢাকায় রওনা হই। এরপর রাতে আমি ঢাকা নাখালপাড়ায় এমপি হোস্টেলে বগুড়া-৭ আসনের এমপি এ্যাড. মুহম্মাদ আলতাফ আলীর সঙ্গে সাক্ষাত করি। ঘটনার রাতে আমি গাবতলীতেই ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে আলীগ নেতা আজম খান রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে থানায় ১টি মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে একাধিকসূত্র জানিয়েছে, গাবতলীতে আধিপত্যের দখলের লড়াই নিয়ে বেশ কয়েকদিন আগে থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ উত্তেজনা চলে আসছিল। ক্ষমতাসীনদলের দু’গ্র“পের এই বিরোধকে আরও ঘনিভুত করতেই তৃতীয় পক্ষের কেউ এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।

আপনার মতামত লিখুন :