বগুড়ার মহাস্থান গড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষনা করায় মহাস্থানে যুব সংহতির আনন্দ র‌্যালী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:37 PM, 26 November 2016

মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান গড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষনা করায় শনিবার দুপুরে মহাস্থান বন্দরে উপজেলা যুব সংহতির আয়োজনে সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে আনন্দ র‌্যালী অনুষ্টিত হয়।

রেলী শেষে মহাস্থানে স্থানীয় এমপি কার্যলয়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন,স্থানীয় এমপি পুত্র, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়।তিনি বলেন,বগুড়ার মহাস্থান গড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষনা করার পিছনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর,স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ,রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সহ সংশ্লিষ্টরা ব্যাপক ভুমিকা রেখেছেন,তাদের ঐকান্তিক ভুমিকার জন্য বগুড়ার মহাস্থান সাকের্র সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, এমপির কনিষ্ট পুত্র তাসবীর শরীফ, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বকুল,মোজাফ্ফর হোসেন,সাইফুল ইসলাম,বাচ্চু মিয়া,যুব সংহতি নেতা,আনোয়ার হোসেন রানা,শাকিব আল হাসান,রকি,মানিক,সোহেল রানা,মোখলেছার রহমান, রাজা,লিটন,পারভেজ,খোরশেদ আলম, রাব্বি,এনামুল,স্বাধীন,রতন,বকুল,মজনু,সুলতান,সুমন,সালেক,ধলু,মুন্টু,মিল্টন,সাগর,আল আমিন,ঈসমাইল,সোহান,রাজ্জাক,সালেক,ছাত্র সমাজ নেতা, দীপ্ত কুমার,গোলাম মোস্তফা,শুভ কুমার,মামুন,শামিম,খোকন,সাব্বির,রায়হান সহ সর্বস্তরের জনগন।শেষে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে মিষ্টি বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :