বগুড়ার মহাস্থান মাজারের দান বক্স খোলা হয়েছে চলছে গণনা

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:40 PM, 12 November 2019

নুরনবী রহমান: শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানগড়ের হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের (র.) মাজারের দানবাক্স (সিন্দুক) খোলা হয়েছে। ৯টি দানবাক্সের মধ্যে একটি নষ্ট রয়েছে। বাকি আটটি দানবাক্সের মধ্যে সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় পাঁচটি দানবাক্স খোলার পর টাকা গণনা চলছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাকি তিনটি দানবাক্স হয়। খোলার পর সব টাকা গণনা করা হয়।দানবাক্স খোলার সময় থেকে উপস্থিত ছিলেন- জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা, মাজারের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান, হিসাব রক্ষক ওবায়দুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক জানান, মাজার কমিটির সভাপতি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

তার নির্দেশে তিন মাস পর পর দানবাক্স খোলা হয়। সোমবার বেলা ১১টা থেকে ২০ জন স্থানীয় শিক্ষার্থী টাকা গণনার কাজ শুরু করে। এ সময় রুপালী ব্যাংকের ১০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :