বগুড়ার মোস্তাফিজুর রহমান মডেল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকী পালিত

বগুড়া জেলা প্রতিনিধি নুরনবী রহমান: গতকাল দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান জাদুঘর ঘাগুরদুয়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মডেল মাদ্রাসা জাতির জনক বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রায়নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে, অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক আহসান হাবিব এর পরিচালনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেহেদী হাসান সাইফুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন।এছারাও অন্যান্যেদর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আজাদ ফেরদৌস রিপু, শিক্ষিকা শাহনাজ আক্তার,কুলসুম আক্তার,রাজিয়া সুলতানা,তহমিনা খাতুন,সেলিনা আক্তার,হাবিবা জাহান জুই, শাহআলম, আব্দুল হাই,অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, মহিদুল ইসলাম,আলহাজ্ব
আব্দুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।