বগুড়ার শিবগঞ্জের রায়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:55 PM, 03 March 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জের রায়নগরে নাবী ধ্বসা মড়ক সহনশীল আলু ফসলের কর্তন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত সমাবেশে আলু ফসলের মড়ক এর প্রতিকার এবং অধিক ফলন কিভাবে হয় তার ওপর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি স¤প্্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান তিনি বলেন ১৯৯৬ সালে কৃষি বাংলাদেশ কৃষিতে উলে­খযোগ্য ভূমিকা রেখে ছিল। ১৯৯৮ সালে বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় এসে কৃষিনীতি প্রণয়ণ করেছেন। বাংলাদেশের কৃষি হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। পূর্বে বাজেট করতে বিদেশীদের অর্থের প্রয়োজন হত। তাহা অনেকাংশে কমে গেছে। এদেশ কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের টাকায় দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে । ১৯৭৮ সালে এদেশের এক কোটি দশ লক্ষ মেট্রিক টন উৎপন্ন হয়েছিল,তাহা বর্তমান সরকারের সময় এসে দাড়িয়েছে তিন কোটি চুরাশি মেট্রিক টনে দাড়িয়েছে। ব্রি ২৮ ধান এদেশের কৃষিবীদের গবেষণা ফসল । যা দেখতে ভাল লাগে ও খেতেও ভাল লাগে। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পরিচালক হযরত আলী,উপপরিচালক চণ্ডিদাস পুন্ড,জয়পুরহাট জেলার এডি,ডি মহব্বত হোসেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান,কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মেদ,মালিক সিড এর ব্যবস্থাপনা পরিচালক সোপান মালিক,বৈজ্ঞানিক কর্মকর্তা নুরেআলম সিদ্দিক,শিবগঞ্জ উপজেলা কৃষি সমবায় সমিতির সভাপতি আজমল হোসেন,কৃষিবিদ নুরেআলম সহ এলকার কৃষক,কৃষানীও গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

আপনার মতামত লিখুন :