বগুড়ায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান কাজের শুভ উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:14 PM, 24 May 2019

বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৮/১৯ অর্থ
বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার ( কাবিখা)
কর্মসূচির আওতায় সদর উপজেলায় গৃহহীনদের জন্য
দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান কাজের উদ্বোধন
করা হয়েছে। প্রত্যেক গৃহহীনদের জন্য ২ লক্ষ ৫৮ হাজার
টাকা ব্যয়ে মোট ১৬ টি বাসগৃহ নির্মান করা হবে। উক্ত
কর্মসূচির আওতায় শুক্রবার সকালে সদরের রাজাপুর ইউপির
৩ নং ওয়ার্ড খামারকান্দি দক্ষিনপাড়া গ্রামে বাসগৃহ
নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উদ্বোধন কালে প্রধান
অতিথি উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার
গ্রামকে শহরে পরিনত করতে চাই। তাই সরকারের দেওয়া এই
বাস গৃহে বাস করবেন এবং ছেলে-মেয়েদের স্কুলে
পাঠাবেন । পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির
আসেপাশে সবুজ বৃক্ষ রোপনের আহবান জানান। এ সময়
উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান
সফিক, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান,
রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ,উপ-
সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সমাজ সেবক রতন
মিয়াসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপকার ভোগী
খামারকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে মো: রুবেল
হোসেন পেশায় একজন রিক্্রা চালক। তিনি বলেন,
দেশনেত্রী শেখ হাসিনা আমাদের মত গরীব ও গৃহহীনজেন্য যে বাড়ি নির্মান করে দিচ্ছেন এজন্য আল্লাহ
তাআলার কাছে তাঁর দীর্ঘ আয়ু কামনা করি। সেই
সাথে আমাদের ডিসি স্যার, ইউপি চেয়ারম্যান, উপজেলা
চেয়ারম্যান ও ইউনো স্যারের জন্য দোয়া করি, আল্লাহ
তাআলার যেন তাঁদের সুস্থ্য রাখেন এবং দীর্ঘ দান করেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ
দোয়া ও মোনাজাত করা হয়।
(খরব বিজ্ঞপ্তি)
ক্যাপশন: শুক্রবার সকালে বগুড়া সদরের রাজাপুর ইউপির
খামারকান্দি দক্ষিনপাড়া গ্রামে ২০১৮/১৯ অর্থ বছরে
গ্রামীন অবকাঠামো সংস্কার ( কাবিখা) কর্মসূচির
আওতায় সদর উপজেলায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয়
বাসগৃহ নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা
প্রশাসক ফয়েজ আহাম্মদ।

আপনার মতামত লিখুন :