বগুড়ায় স্নায়ুবিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের দ্বায়িত্ববোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধিমলূক প্রশিক্ষন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:13 PM, 15 June 2016

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ

বুধবার বগুড়া সদর উপজেলা পরিষদের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দ্বায়িত্ববোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধিমলূক প্রশিক্ষন কর্মশালা উপজেলা নির্বাহী অীফসার শাহানা আকতার জাহানের সভাপতিত্বে সকাল ১১ টা অনুষ্ঠিত হয়। প্রথমে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সূচনা শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজিয়া শামস্ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আতাউর রহমান, কাজী জসীম উদ্দিন, শহিদুল ইসলাম, আঃ বাছেদসহ পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।

ক্যাপশনঃ বুধবার বগুড়া সদর উপজেলা পরিষদের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দ্বায়িত্ববোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধিমলূক প্রশিক্ষন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অীফসার শাহানা আকতার জাহান।

আপনার মতামত লিখুন :