বগুড়া গাবতলীতে ইউপি চেয়ারম্যান তারাজুল দূর্বত্তর গুলিতে গুরুতর আহত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:12 PM, 10 July 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউপির নবনির্বাচিত আওয়ামীলীগ নৌকা মার্কা সমর্থিত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সদস্য তারাজুল ইসলাম দূর্বত্তর ছোড়া গুলিতে গুরুতর আহত মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। এলাবাসী পারারিবারিক ও স্থানীয় সুত্রে জানাগেছে গত ৮জুলাই দিবাগত রাত প্রতিদিনের ন্যায় দাপ্তরিক কাজ শেষ করে তার গ্রামের বাড়ীর শ্বয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৩টায় একদল দূবৃত্ত তাকে ঘরের পশ্চিম পার্শে¦র জানালা দিয়ে ডাকদিলে সে ঘুম থেকে উঠে জানালা খুলে দেয়, কিছু বুঝে ওঠার আগেই দৃবৃত্তরা তার মাথা লক্ষ করে ৩ রাউন্ড গুলি ছোরে এতে মাথায় ২টি এবং বাম হাতে ১টি গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়। এঘটনায় তার স্ত্রী ও ছেলের আতœচিৎকারে তার বড় ভাই এবং গ্রামবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তার শারিরিক অবস্থার অবনতি দেখে সিরাজগঞ্জ খাজা ইউনুস মেমোরিয়াল হাসপাতালে রিপাট করে দেন, পরে তাকে সিরাজগঞ্জ নেওয়া হলে তার শারিরিক অবস্থা আরো অবনতি হয়, পরে তাকে হেলিকাপ্টার যোগে ঢাকায় দ্রুত স্কয়ার হাসপাতালে পাঠানো হয় কিন্তু আশাংকা জনক হওয়ায় চিকিৎকরা অপরাশনে অপারগতা প্রকাশ করায় তাকে লাইফ সার্পোট দিয়ে পুনরায় বগুড়ায় নেওয়া হয়। চেয়ারম্যান তারাজুলকে কে-বা কাহারা গুলি করছে তা জানা যায়নি। রবিবার রাতে বগুড়ায় একটি ক্লিনিকে তার মাথা হতে অপরাশনের মাধ্যমে গুলি রেব করা হয়। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীদ মাহমুদ খান, এস আই আব্দুল আলীম, এস আই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স ঘটনার স্থল পরিদর্শনসহ ও পুলিশের তৎপরতা জোরদার করেছেন এবং দুর্বত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহত তারাজুল উপজেলার আটবাড়িয়া গ্রামের মৃত্য জশমতউল­ার পুত্র। এদিকে চেয়ারম্যান তারাজুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার গাবতলী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ করেছে।

আপনার মতামত লিখুন :