বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডে ৩ য় ধাপে ১০ টাকা কেজি দরে বিশেষ ও এমএস চাল বিতরণ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  06:00 PM, 10 June 2020

বগুড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন সাধারণ মানুষকে সহায়তা দিতে পৌরসভার ১৮ নং ওয়ার্ডে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস এর চাল বিতরন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া শহরের ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপে কর্মসুচির উদ্বোধন করা হয়।

বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোরশেদ মিটন চাল বিতরনের উদ্বোধন করেন। ওয়ার্ডের ৪শত ৫৫ জন কার্ডধারী ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করে কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা জেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের প্রতিনিধি আল-মামুন, সমাজ সেবক খোরশেদ, তারেক, ডিলার প্রতিনিধি শুভ ও মিনু ।

এ সময় এস এম মোরশেদ মিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিতে কাজ করছেন। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নিরলস ভাবে কাজ করছেন।

তিনি আরোও বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, তাহলে কেউ ক্ষতিগ্রস্থ হব না। পাশাপাশি নামাজ পড়ে আল্লাহ তাআলা কাছে প্রার্থনা করতে হবে যাতে করে আমরা সবাই সকল প্রকার দুর্যোগ ও মহামারী থেকে হেফাজত থাকতে পারি।

আপনার মতামত লিখুন :