বগুড়া ফাঁপোড়ের শহর দিঘী কৈচর গ্রামে রিপার , মিনি কম্বাইন ও কম্বাইন হারভেষ্টার প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:47 PM, 10 May 2016

 

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়া ফাঁপোড় ইউনিয়নের শহর দিঘী কৈচর গ্রামে বোরো (বি-ধান৫৮) খামার যান্ত্রিকীকরনে মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় প্রকল্পের আওতায় রিপার , মিনি কম্বাইন ও কম্বাইন হারভেষ্টার প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠান ফাঁপোড় ইউপি সদস্য প্রভাষক রুবেল উদ্দিন মন্ডল সভাপতিত্বে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে দিনের শুভ সুচনা শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার রাহেলা পারভীন। তিনি বলেন কৃষিকে যান্ত্রিককরন করতে হবে। সরকার কৃষির অগ্রগতির জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আমাদের সকলের উচিত যান্ত্রিককরন কৃষিতে ব্যবহার করা , তাহলে দেশ ও জাতি উন্নতি করবে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল অতিরিক্তি পরিচালক কৃষি স¤প্রসারন অধিদপ্তর কৃষিবিদ মোহাঃ হযরত আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি স¤প্রসারন অধিদপ্তর বগুড়া অঞ্চল কৃষিবিদ জাহিদ হোসেন, বগুড়া উপ-পরিচালক কৃষি স¤প্রসারন অধিদপ্তর খামার বাড়ি কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু, বগুড়া কৃষি স¤প্রসারন অধিদপ্তর সিনিয়র কৃষি প্রকৌশলী এ, কে এম মাজহারুল ইসলাম, ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ সালাম, সেলিম, লুৎফর, বাবু শেখ, মোহাম্মাদ আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন :