বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক নওদাপাড়ার মাদক সম্রাট নাহিদ গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:04 PM, 03 May 2016

 

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরস্থ নওদাপাড়ার মাদক সম্রাট নাহিদকে গতরাত ৯.৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সংবাদটি মহূর্তেই এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক আলোড়ন সৃষ্টি করে। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে, মাদক সম্রাট নাজমুল হাসান ওরফে নাহিদ, পিতাঃ সাইফুল ইসলাম মন্টু গ্রামঃ নওদাপাড়া ,থানা,জেলাঃ বগুড়া, সে পেশায় একজন মাদক ব্যবসায়ী । ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ নানা প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও সে একজন যৌনকর্মী। গত দু-এক বছর আগে সে মাটিডালী বিমান মোড়ে একটি মোটেল ক্যাসেল হোটেলে অশ্লীল কাজে লিপ্ত অবস্থায় ধরা পড়ে। সেখান থেকে ছাড়া পেয়ে কিছুদিন পর থেকে সে প্রকাশে দিনে-রাতে মাদক ব্যবসা চালায়। এতে করে অত্র এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসার কমলমতী শিক্ষার্থীসহ যুব সমাজ এসব মাদক সেবন করে ধবংসের দিকে পা বাড়ায় এবং তাদের সুন্দর জীবন নষ্ঠ করে ফলে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে , প্রশাসন বারং বার অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করলে মাদক সম্রাট নাহিদ গা ঢাকা দিয়ে আত্মগোপন করে থাকে এবং পুনরায় ব্যবসা চালায় । কিন্তু বর্তমান ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ রবিউল ইসলাম যে সবেমাত্র ২/৩দিন পূর্বে যোগদান করে অত্যান্ত দক্ষ ও সাহসীকতার সাথে গতরাতে নাহিদকে গ্রেফতার করে। এরকম একজন চৌকস , অভিজ্ঞ ইনচার্জ যদি ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে থাকে তাহলে শুধু নাহিদ নয়, এলাকায় আরও যে কজন মাদক ব্যবসাসী আছে তারা অচিরে গ্রেফতার হবে । নাম প্রকাশ না করতে অনুচছুক আর একজন বলেন, শুধু নওদাপাপড়ায় মাদক ব্যবসা বন্ধ করলে হবে না, মাটিডালী, মানিকচক, ফুলবাড়ী দিনে-রাতে অহরহ মাদক বিক্রি হচেছ। এসব জায়গায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। তাহলে অত্র এলাকা মাদক মুক্ত হবে এবং শান্তি বিরাজ করবে। তবে নাহিদকে গ্রেফতার করায় নওদাপাড়ায় কিছুটা শান্তি বিরাজ করছে এজন্য এলাকাবাসী নবাগত ইনচার্জকে ধন্যবাদ ও সাধুবাদ জানান । এলাকাবাসী বলেন আশা রাখছি, এই ইনচার্জ বর্তমানে ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে থাকলে অত্র এলাকা তথা সমাজ থেকে যে কোন অপরাধ বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে সোববার দুপুরে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলামের সাথে কথা বললে ,তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন নাহিদকে ০১-০৫-১৬ ইং তারিখে রাত ৯.৪৫ মিঃ নওদাপাড়া ষ্টান্ড থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায় করে কোটে প্রেরন করা হয়। তিনি আরও বলেন অপরাধী যেই হোক না কেন, প্রয়োজনে শাড়াশি অভিযান চালিয়ে অত্র এলাকার সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হবে এবং এলাকাটিকে মাদক মুক্ত হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সবার সহযোগিতা ও সচেতনার প্রয়োজন।

আপনার মতামত লিখুন :