বগুড়া বিভিন্ন প্রতিষ্ঠানের এইচ এস সি পরীক্ষার ফলাফল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:41 PM, 17 July 2019

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ: বগুড়ায়
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ২০১৯সালে
অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় ১ হাজার ৪শত ২৬ জন
শিক্ষার্থী অংশ গ্রহন করে ১ হাজার ৩শত ৮৪ জন
কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে
১শত ১৫জন। পাশের হার ৯৭.০৫%।
এসওএস হারম্যান মেইনার কলেজ: বগুড়ায় এসওএস
হারম্যান মেইনার কলেজে ২০১৯সালে অনুষ্ঠিত এইচ
এস সি পরীক্ষায় শুধু মাত্র বিজ্ঞান বিভাগে ৫৩ জন
শিক্ষার্থী অংশ গ্রহন করে ৫৩ জন শিক্ষার্থী
কৃতিত্বের সাথে উর্ত্তীন হয়েছে। এদের মধ্যে
জিপিএ ৫ পেয়েছে ০৫জন, এ গ্রেড ৪১জন এবং এ-
পেয়েছে ০৭ জন। পাশের হার ১০০%। অধ্যক্ষ স্বপন কুমার
ঘোষ উক্ত ফলাফলের সন্তোষ প্রকাশ করে সবাইকে
ধন্যবাদ জানিয়ে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজ: বগুড়া
গোদারপাড়া জাহিদুর রহমান ২৪৭ জন ২০১৯সালে
এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে বিজ্ঞান
বিভাগে ৫১ জন, মানবিক বিভাগে ১৫৫জন এবং
ব্যবসা শিক্ষা বিভাগে ১৩ জন উর্ত্তীন হয়েছে।
জিপিএ ৫ পেয়েছে ০৩ জন। পাশের হার ৯০%।আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ:
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে
মোট ৩শত ৯২জন এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন
করে ৩শত ৯২জন সফলতার সহিত কৃতকার্য হয়েছে।
বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১২৪ জন , এ
গ্রেড ১২৯ জন, ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫
পেয়েছে ০১ জন, এ গ্রেড ৪৪জন, এ- ১৬জন, বি
গ্রেড ০১ জন , মানবিক শাখায় জিপিএ ৫ পেয়েছে
১০জন, এ গ্রেড ৫৭জন , এ – পেয়েছে ০৮জন, বি
গ্রেড ০২জন।
বিয়াম মডেল স্কুল ও কলেজ: বিয়াম মডেল স্কুল ও
কলেজে সকল বিভাগে মোট ৩শত ১জন শিক্ষার্থী
২০১৯ সালে এইচ.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করে
৩শত ০১ জন উর্ত্তীন হয়েছে। এরমধ্যে বিজ্ঞান
বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১২৫ জন,ব্যবসায় শিক্ষা
বিভাগে ৯জন ও মানবিক বিভাগে ১১জন জিপিএ ৫
পেয়েছে। অবশিষ্ট শিক্ষার্থী এ ও এ- পেয়েছে। পাশের
হার শতভাগ।
২০১৮সালে মোট পরীক্ষার্থী ছিল ২২৮ জন । উর্ত্তীন
হয়েছে ২শত ২৭জন জিপিএ ৫ পেয়েছে ১০৫জন।
পাশের হার ছিল ৯৯.৫%।

আপনার মতামত লিখুন :