বগুড়া শেখেরকোলা নুরুইল বিলে পোনা মাছ অবমুক্তকরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:09 PM, 28 September 2017

বগুড়া সদর প্রতিনিধিঃ

বুধবার দুপুরে বগুড়া শেখেকোলা নুরুইল বিলে পোনা মাছ অবমুক্তকরন করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ,কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আবুল বাসার, শেকেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুর হাসান ডালিম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন,মালতিনগর ফার্ম ম্যানেজার সন্তোষ সরকার, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আরিফা সুলতানা, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা মামনুর রশিদ, সিনিয়র মৎস্য দপ্তর কর্মকর্তা শামীম মিয়া,সাবেক ইউপি সদস্য মোজাহার আলী,ইউপি সদস্য এমদাদুর হক, নুরুইল বিল মৎস্যজীবী সমিতির সভাপতি শ্রী খোকন চন্দ্র মন্ডল প্রমূখ। ১৫২.৫৮ একর আয়তন বিলে মোট প্রায় ১০ মণ বা ৩৭০ কেজি বিভিন্ন প্রজাতি রুই,মৃগেল ও কাতলা পোনা মাছ অবমুক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিথি তার বক্তেব্যে বলেন এই মাছ অত্র এলাকার সাধারন জনগনের। ৯০ দিনের মধ্যে কেউ এই মাছ ধরলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :