বগুড়া সদরের গোকুলের ২ টি উচ্চ বিদ্যালয়ের মানব বন্ধন অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:37 PM, 02 August 2016

আব্দুল বারী মহাস্থান(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার গোকুল তছলিম উদ্দিন বালক ও তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

গুলশান সহ সারা বাংলাদেশ জঙ্গি হামলার প্রতিবাদে সোমবার সকাল ১১ টায় বগুড়া

সদরের গোকুলে ২টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ গোকুল মহাসড়কে মানব বন্ধন কর্মসূচী পালন করে মানব বন্ধন চলা কালে ছাত্র/ছাত্রী , শিক্ষক/শিক্ষিকা

এবং ম্যানেজিং কমিটির নেতৃ বৃন্দ বলেন জঙ্গি বাদ ও সন্ত্রাসী কর্মকান্ড দিয়ে দেশের ক্ষতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। যারা এধরনে ঘৃন্য অপরাধের সাথে জড়িত তাদেরকে দলমত নির্বিশেষে প্রতিহত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ,আব্দুর রহিম, ম্যানেজিং কমিটির সদস্য এবিএম মিলন, টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কিিটর সভাপতি কাওছার আলী খোকন, প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মাও:আব্দুর রইফ সহ ২ টি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :