বগুড়া সদরের রাজাপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংখ্যালঘুদের উপরে সন্ত্রাসীদের হামলায় আহত ৪

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:49 PM, 07 June 2016

সদর উপজেলা বগুড়া প্রতিনিধি ঃ সদ্য সমাপ্ত বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় অত্র ইউনিয়নের ৩ টি গ্রামে মারপিট , ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে । এতে আহত হয়েছে ৪ জন । অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায় , বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগাছা হিন্দু পাড়া . মন্ডলধরণ হিন্দুপাড়া ও কুটুরবাড়ি গ্রামের ১০/১২ টি ঘর ভাংচুর ও লুটপাট করার পাশাপাশি ৪ জনকে আহত ও জখম করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের লোকজনেরা । উলেখ্য যারা আহত হয়েছেন ও যাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে তারা সবাই বর্তমান চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান এর কর্মি ছিল । যাদের বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে তারা হলেন কুটুর বাড়ি গ্রামের মৃত জরিপ উদ্দিনের পুত্র দৌলত ,মৃত বুলু মিয়ার পুত্র নুর আলম , নুরুননবী , হাফিজারের পুত্র বুলবুল , আবুজারের পুত্র আঃ বারী , আঃ রহমানের পুত্র রতন , মাফুজারের পুত্র নাসির, মেঘাগাছা হিন্দু পাড়া গ্রামের শুকদেব ও গোবিন্দ চন্দ্র অন্যতম । এঘটনায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলিপ কুমার দেব, সাধারণ সম্পাদক সাগর কুমার রায় ,বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক আশিষ কুমার রায , সহ সভাপতি দিপক কুমার রায় সোমবায় দুপুরে ঘটনা স্থল গুলো পরিদর্শন করেন ।এ সময তারা কতিপয় সন্ত্রাসীদের অতি দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান । যাতে করে সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষের উপর অত্যাচার ও নিযার্তন করার সাহস কেউ না পায় । এ সময় আরও উপস্থিত ছিলেন শুকদেব চন্দ্র সরকার , গোবিন্দ চন্দ্র মজুমদার , কানাই চন্দ্র মজুমদার , মনরঞ্জন চন্দ্র মাষ্টার , চিত্ররঞ্জন রায় , পরেশ চন্দ্র রায় , সুনিল চন্দ্র সাহা প্রমুখ ।

আপনার মতামত লিখুন :