বগুড়া সদরের রাজাপুর আনসার ও সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:31 PM, 27 February 2016

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সদরের ১৯ নং ওর্য়াডের রাজাপুর আনসার ও সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন সরদারের সভাপতিত্বে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় ।প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, ক্রীয়া শপত বাক্য পাঠ ও মশাল নিয়ে মাঠ প্রদক্ষিনের মাধ্যমে দিনের শুভ সূচনা শুরু করা হয় । উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব গোপাল চন্দ্র সরকার । দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে নৃত্য পরিবেশিত হয় । বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বিরোধী দলীয় হুইপ,বগুড়া -৬ আসনের মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর । বিশেষ অতিথি ওসমান গনি ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর বগুড়া পৌরসভা, আনোয়ার হোসেন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর , আমন্ত্রিত অতিথি আইয়ুব হোসেন, আঃ মোমিন, কমল , জাকির হোসেন, শামীম , আতাউর রহমান, শাহাদাৎ ,মোত্তালেব, হযরত আলী, আঃ রশিদ , কার্যনিবাহী সদস্য মতিয়ার রহমান, নিখিল চন্দ্র, আব্দুস কুদ্দুস, গোলাম রব্বানী, হাফিজার রহমান, আঃ রাজ্জাক , সুলতানা পারভীন , আঃ বারী এবং প্রধান শিক্ষক জনাব মো:সাইফুল ইসলাম প্রমুখ । ক্রীড়া পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষিকা হোসনেয়ারা খাতুন ও তওফিক আহম্মেদ প্রমুখ ।

আপনার মতামত লিখুন :