বগুড়া সোনাতলায় শত্রুতা করে এক কৃষকের প্রায় দেড়শত মন মরিচ পানি দিয়ে নষ্ট করায় অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:41 PM, 05 April 2021

আজকাল ডেস্ক ঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচার পাড়া গ্রামের কৃষক আব্দুল গনি আকন্দের প্রায় দেড় শত’ মন টোপা মরিচ পানিতে ভিজে নষ্ট করার অভিযোগ উঠেছে । এ বিষয়ে কৃষক আব্দুল গনি আকন্দ জানান, ওই গ্রামের বরেন্দ্র চালক মোন্তেজার রহমান মাস্টারের বিরুদ্ধে গত শনিবার সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উলেখ্য করেন , গত শুক্রবার দুপুরে বাড়ির পুর্ব পার্শ্বে তার নিজ জমিতে প্রায়্ দেড়’শ মন টোপা মরিচ শুকানোর জন্য নেটজাল ব্যবহার করে শুকানোর জন্য বিছিয়ে রাখে। এসময় বরেন্দ্র চালক মোন্তেজার রহমান শত্রুতামুলক ভাবে রাতের অন্ধকারে তার বরেন্দ্র মেশিনের পানি দিয়ে নষ্ট করেদেয়।

এতেকরে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আব্দুল গনি ও তার ছেলে জানায়, বরেন্দ্র চালক গ্রামের মোন্তেজার রহমান শত্রুতামুলক ভাবে কৌশলে পাশ্ববর্তি তার ভাইয়ের ধানক্ষেতে পানি দেয় এবং শত্রুতাকরে রাতের অন্ধকারে ঐ জমির আইল কেটে দিলে আমাদের এ ক্ষতি হয়েছে।

এবিষয়ে বরেন্দ্র চালক মোন্তেজার রহমান জানায়, আমি তার ভাইয়ের ধান ক্ষেতে পানি দিয়েছি। জমির আইল বালি মাটির হওয়ায় তা কখন ধ্বসে যায় আমি জানিনা।

আপনার মতামত লিখুন :