বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে যাদের ঘর নাই জমি নাই তাদের কেউ বাসস্থান দেওয়া হবে-আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:01 PM, 30 March 2019

সংবাদ আজকাল ডেক্সঃ বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে যাদের ঘর নাই জমি নাই তাদের কেউ বাসস্থান দেওয়া হবে, তিনি শনিবার দুপুর ১২টায় সোনাতলা উপজেলার শিচারপাড়া বুলজান দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠে চারতলা বিশিষ্ট আব্দুল মান্নান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা উপলক্ষে অভিভাবক সমাবেশে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যক পরিবারের এক জন কে সরকারী চাকুরী সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেত্রিত্বে দেশ এখন উন্নতশীল দেশে পরিনত হতে যাচ্ছে। শিচারপাড়া বুলজান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে.এম. রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর আলতাফ হোসেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদ্দৌসি রুম্পা, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রুস্তম আলী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোমেন, সাধারন সম্পাদক আব্দুল মতিন প্রমূখ। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরে প্রধান অতিথি ভেলুর পাড়া ডা. এনামুল হক কলেজের গেটের ফলক উন্মচন ও তেকানী চুকাইনগরের বালিয়াডাঙ্গা চার মাথা নামক স্থানে ৪০ মিটার লম্বা আব্দুল মান্নান ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :