বঙ্গবন্ধু বাংলাদেশকে পৃথীবির বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে জীবন আন্দোলন-সংগ্রাম করেছেন -আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:17 PM, 17 December 2015

সোনাতলা,(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বাংলাদেশকে পৃথীবির বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে এবং অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারা জীবন আন্দোলন-সংগ্রাম করেছেন,জীবনের মূল্যবান সময় কাটিয়েছেন জেলে। বৃহস্পতিবার দুপুরে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ চত্ত¡রে বাংলাদেশ ছাত্রলীগ,সোনাতলা উপজেলা শাখার আয়োজনে ‘বঙ্গবন্ধু ও প্রগতি’ শীর্ষক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠান উদ্বেধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. এ এম আমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, এ্যাড. হেলালুর রহমান পিপি,সাধারন সম্পাদক। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সামসুল হক মাস্টার, অধ্যক্ষ আব্দুল মালেক নবীন আনোয়ার কমরেড, প্রভাষক রুহুল আমিন,স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু,ছাত্রলীগ নেতা রতন ও রায়হান কবীর। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন :