বর্তমান সরকার শিক্ষা বিস্তারে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে … ডা: মকবুল হোসেন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:21 PM, 23 January 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। নিয়মিত খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। অন্যদিকে একজন ভালো খেলোয়াড় দেশের সুনাম অর্জন করতে পারে। বর্তমান সরকার শিক্ষা বিস্তারে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গত শনিবার বগুড়া সদরের বামন পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা: মকবুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, নামুজা ইউপি চেয়ারম্যান এস.এম রাসেল মামুন, সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মকলেছার রহমান, বিশিষ্ট সমাজ সেবক রাজু আহম্মেদ রাজু, নামুজা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ আরিফ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কো-অপ্ট সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন, অভিভাবক সদস্য আনিছার রহমান, আব্দুল গফুর, জিল­ুর রহমান, ইয়াছিন আলী, বুলবুলি বেগম, শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা, আহসান হাবীব, সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান বানু, সহকারী সিনিয়র শিক্ষক ইউনুস আলী, দেলোয়ার হোসেন, আব্দুল হামিদ, খলিলুর রহমান, নাদিরা খাতুন, গোলেজা খাতুন, সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম, গোলাম মোস্তফা-২, কামরুন নাহার, রেজাউল করিম, অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :