বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হলেন গাইবান্ধা মহিমাগঞ্জের শাওন আহম্মেদ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:39 AM, 05 February 2021

বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হলেন গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের সংগীত শিল্পী শাওন আহম্মেদ।

শাওন আহম্মেদ মহিমাগঞ্জ সোনার পাড়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনর ছেলে সে বতমানে বাংলাদেশ ছায়নট লোকসংগীতে ছাএ পাশাপাশি বিভিন্ন চ্যালেনে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ আজকাল কে জানান।

তিনি গান লিখছেন সুর করছেন এবং মৌলিক কিছু গান রিলিজ করেছেন আরো কিছু গান নিয়ে তার ভক্তানুরাগী দের জন্য।

তিনি আরো জানান তার জীবনের বড় পাওয়া বাংলাদেশ টেলিভিশন তালিকাভুক্ত হওয়া তার হাতে খড়ি ওস্তাদ রন্জু লাল সরকার পরে ছিলেন ইবনে খালেদুন রাজন ও ভাওয়াইয়া রাজা শাফিউল আলম রাজার কাছে সে আরো অনেক দূর এগিয়ে যেতে চায়। শাওন আহম্মেদ তার চলার পথে সহপাঠী শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষী দের কাছে দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন :