বাবা দিবসে বাবাদের বুক চাপা আর্তনাদ,নির্বিকার ছেলেরা

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  04:15 PM, 22 June 2020

জাহিদুল ইসলাম জাহিদ সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি :- গতকাল পালন করা হলো বিশ্ব বাবা দিবস।বাবা দিবসে আশ্রমে থাকা বাবাদের সাক্ষাৎকার শুনলে এবং দেখলে কঠিন পাথর ও গলে যায়। অথচ ছেলেদের মনে বিন্দু মাত্র মায়া মমতা উদ্রেক হয় না।

একজন বাবা ছেলেমেয়েদের লালন পালন এর জন্য মাথার ঘাম পায়ে ফেলে ঝর বৃষ্টি মাথায় করে সারাজীবন কষ্ট করে রোজগার করে।কোনো কোনো বাবা রিক্সা ভ্যান চালায়,ইট পাথর ভাংগে,দিনমজুরি কাজ করে। কোনো বাবা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে।দূর দূরন্তে ব্যাবসা বানিজ্য করে।কিন্তু সে বাবা যখন বুড়া হয় উপার্জন করার সক্ষমতা হারিয়ে ফেলে তখন বাবার জিবনে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। যেন বাবাদের কোনো অধিকারই নেই ছেলেদের প্রতি।

আশ্রমে থাকা একজন বাবা সাক্ষাৎকারে বললেন,আমার দুই ছেলে একজন…………….। ওই বাবা আর কথা বলতে পারলেন না চোখ মুছতে মুছতে বললেন, ওরা ভালো থাক।তাই সকল ছেলেমেয়েদের প্রতি বলি

চাকরি নাই বুড়া বাবার
বসে বসে খাচ্ছে খাবার,
রোজগার নাই বুড়া বাবার
বসে বসে খাচ্ছে খাবার।
তাই বলে তাঁকে অবহেলা করো না,
ভালো করে দেখ ভেবে তুমিও একদিন বুড়া হবে,
তোমার ছেলেও তোমায় সম্মান করবে না,বাবার মনে দুঃক্ষ দিওনা,
ও ছেলেরা বাবার মনে কষ্ট দিওনা,
ভাবছ বাবা অকর্মন্ন,
বসে ধ্বংস করছে অন্ন।
সংসারের কোনো কাজেই লাগেনা,
বাবাকে সংসারের কোনো কাজেই লাগেনা,
বেকার আর বুড়ার বেটা,
বিদায় হলে বাচে লেটা।
অকর্মন্ন বুড়ার বেটা বিদায় হলে বাচে লেটা।
মনে মনে করছ বাবার মৃত্যু কামনা
ভাল করে দেখ ভেবে বেকার বাবার আশির্বাদে,বেচে যেতে পারে তোমার অমুল্য জীবন খানা, বাবার মনে কষ্ট দিওনা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিওনা।

যখন অসহায় আতুর ঘরে ক্ষুধার জালায় কেদেছিলে,
অসহায় শিশু কালে ক্ষুধার জলায় কেদেছিলে, বাবা তোমার আহার জোগায়, সোহাগ আদরে।
মাথার ঘাম পায়ে ফেলে ঝর বৃষ্টি মাথায় করে,সারা জীবন কষ্ট করল তোমার লাগিয়া।
সেই বাবা এখন বুড়া বলে,বাবার মনে কষ্ট দিলে সৃষ্টি কর্তাও সেই অপরাধ ক্ষমা করবেন না।
বাবার মনে কষ্ট দিওনা।ও ছেলেরা……………… দুঃক্ষ দিওনা।
বাবার মনে দিলে কষ্ট সকল পুণ্য হবে নষ্ট।
সর্গ পুরে ছাই হবে ষোল আনা,বেজার যদি হয় বিধাতা,বাচায়তে পারে পিতা।
পিতার অভিসাপ ফিরাতে বিধাতাও পারেনা,পিতা সর্গ পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম। সংসারের কোনো কাজেই সফল হবে না, বাবার মনে দুঃক্ষ দিওনা।
ও ছেলেরা………. বাবার মনে কষ্ট দিওনা।
এই তথ্য বড় সত্য, বাবা হল বট বৃক্ষ।
সংসারের কেউ বোঝে কেউ বোঝেনা,পিতা মাতা মাথার ছাতা তাদেক বলোনাক যা তা।
ছাতা সরে গেলে তোমার কিছুই থাকবে না। যতই কর কান্না কাটি, সারাজিবন করে মাটি।
বাবা চলে গেলে আর ফিরে আসবে না। বাবার মনে কষ্ট দিওনা।
ও ছেলেরা………………… দুঃক্ষ দিওনা।

আপনার মতামত লিখুন :