বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোনাতলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:49 PM, 22 February 2016

সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ শনিবার সোনাতলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোনাতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনাসভা, সোনাতলা ভিত্তিক ওয়েব সাইট উদ্বোধন,পুরস্কার বিতরন অনুষ্ঠান। ওইদিন সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে এক শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এস শেষ হয়। শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শেষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহন করেন ভাষা সৈনিক আব্দুল হামিদ মন্ডল,থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব,পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম,সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান,সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল,দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল।

আপনার মতামত লিখুন :