বিশ্রাম যেনো পরিশ্রমের অংশ হয়- মেয়র জাহাঙ্গীর আলম নান্নু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:21 PM, 23 October 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ কথিত আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। মানুষ যেনো সৎ পথে থেকে কাজ করে উপার্জন করতে পারে, তার লক্ষে বগুড়া সোনাতলা পৌরসভার মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু “বিশ্রাম যেনো পরিশ্রমের অংশ হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজস্ব উদ্দ্যেগে এক
মুক্ত চিন্তার ধারার মধ্য দিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে গরীব কৃষক, পথচারীদের বিশ্রামের জন্য রাস্তার ধারে বসার জায়গা
তৈরী করে দিয়েছে। এতে করে কৃষক, দর্শনার্থী, পথচারী সহ সকল শ্রেনী পেশার মানুষ বিশ্রাম নিতে পারবে।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বললে তারা জানায়, এমন মহত একটি কাজ করে দেওয়ায় তারা অনেক খুশি। তারা আরও জানায়, সারাদিন রোদে পুরে মাঠে কাজ করার পর দুপুরে বসে বিশ্রাম নেওয়া সহ পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে দুপুরের খাবার খাওয়া যায়। এলাকার বিভিন্ন রাস্তার ধারে পরিশ্রমী মানুষের জন্য বসার জায়গা স্থাপন করার কারণ বিষয়ে পৌর মেয়র আলহাজ্জ জাহাঙ্গীর আলম নান্নু সাথে কথা বললে তিনি জানায়, আমি নিজস্ব উদ্দ্যেগে পৌর এলাকার জন সাধারনের জন্য এলাকার বিভিন্নস্থানে বসার জায়গা স্থাপন করেছি।

এতে করে আমার পৌর এলাকার কৃষক, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, দর্শনার্থী, পথচারীরা বিশ্রাম নিতে পারবে। সেই সাথে ওই বসার জায়গায় যেনো কোনো ধরনের সামাজিক অনৈতিক কাজ করতে না পারে তার জন্য উক্তিটি লিখে দিয়েছি।

আপনার মতামত লিখুন :