বেড পদ্ধতিতে বোরো ধানের শুকনো বীজতলা কৃষকের মাঝে সারা জাগিয়েছে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:38 PM, 11 January 2016

আতাউর রহমা গাবতলী(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে বেড পদ্ধতিতে ইরি-বোরো ধানের শুকনো বীজতলা কৃষকের মাঝে সারা জাগিয়েছে। গাবতলী উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা জান্নাতুল মহল তুলি জানান, বেড পদ্ধতিতে কোন প্রকার ঝামেলা ছাড়াই শুকনো জমিতে বোরো বীজ তৈরি করা যায়। বীজ বপনের ২৮থেকে ৩০ দিনের মধ্যে চারা জমিতে রোপন করা যায়। প্রতিটি চারা সুস্থ সবল থাকে। শুকনো জমিতে বেড তৈরি করে শুকনো ধান বপন করার পর পাতলা পলেথিনের আবরন দিয়ে ঢেকে রাখতে হয়। এতে তীব্র শীত ঘন কুয়াশায় ধানের বীজের কোন তি হয়না। তাছাড়া কোন প্রকার সেচের ঝামেলা নাই। মাটির ভিতরের (রস)পানি জলীয়বাস্প হয়ে পলেথিনে আটকে যায় এবং সে পানি পুনরায় ধানের বীজ শোষন করে নেয়। এভাবেই ২৮ থেকে ৩০দিনের মধ্যে কোন প্রকার সেচ, তিকার কিটনাশক প্রয়োগ ছাড়াই বীজ তৈরি করা যায়। গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কৃষক বাগীষ চন্দ্র ও তাপস নন্দী জানান কৃষি অফিসের পরামর্শে সে শুকনো পদ্ধতিতে  বোরো ধানের বীজ সুস্থ সবল ভাবে তৈরি করেছে। তার ও তার আশ পাশের অনেক কৃষক এ পদ্বতি দেখে বেড পদ্ধতিতে শুকনো বীজতলা তৈরি করেতে আগ্রহী হচ্ছে
বেড পদ্ধতিতে বোরো ধানের শুকনো
বীজতলা কৃষকের মাঝে সারা জাগিয়েছে
আতাউর রহমান!! গাবতলী(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে বেড পদ্ধতিতে ইরি-বোরো ধানের শুকনো বীজতলা কৃষকের মাঝে সারা জাগিয়েছে। গাবতলী উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা জান্নাতুল মহল তুলি জানান, বেড পদ্ধতিতে কোন প্রকার ঝামেলা ছাড়াই শুকনো জমিতে বোরো বীজ তৈরি করা যায়। বীজ বপনের ২৮থেকে ৩০ দিনের মধ্যে চারা জমিতে রোপন করা যায়। প্রতিটি চারা সুস্থ সবল থাকে। শুকনো জমিতে বেড তৈরি করে শুকনো ধান বপন করার পর পাতলা পলেথিনের আবরন দিয়ে ঢেকে রাখতে হয়। এতে তীব্র শীত ঘন কুয়াশায় ধানের বীজের কোন তি হয়না। তাছাড়া কোন প্রকার সেচের ঝামেলা নাই। মাটির ভিতরের (রস)পানি জলীয়বাস্প হয়ে পলেথিনে আটকে যায় এবং সে পানি পুনরায় ধানের বীজ শোষন করে নেয়। এভাবেই ২৮ থেকে ৩০দিনের মধ্যে কোন প্রকার সেচ, তিকার কিটনাশক প্রয়োগ ছাড়াই বীজ তৈরি করা যায়। গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কৃষক বাগীষ চন্দ্র ও তাপস নন্দী জানান কৃষি অফিসের পরামর্শে সে শুকনো পদ্ধতিতে  বোরো ধানের বীজ সুস্থ সবল ভাবে তৈরি করেছে। তার ও তার আশ পাশের অনেক কৃষক এ পদ্বতি দেখে বেড পদ্ধতিতে শুকনো বীজতলা তৈরি করেতে আগ্রহী হচ্ছে

 

আপনার মতামত লিখুন :