ভবিষ্যৎ – জামিল উদ্দিন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:40 PM, 16 May 2022

দেয়ালের ফাঁক গলিয়ে
আমাদের অহর্নিশ চোখ
যে চোখের কমল মমতায়
বিকালের নির্জন গোধূলি ভেসে বেড়ায়
ভোরের কুয়াশায় চোখ মেলে
নতুন স্বপ্নের পৃথিবী খুঁজি,

শুধু তুমি আর আমি
ক্ষনিকের চোখে বুঝতে পারিনা
যে চোখের কোনায় লেগে থাকে
অপ্রকাশিত প্রেম।

সকাল গড়িয়ে বিকেল নামে
আমাদের চোখ ক্লান্ত অনুভব করে না
ইটের মাঝের ফোঁকর গুলিতে
চোখ এঁটে যায় অনন্ত জীবন পারি দিবার
কেউ না জানুক আমরা তো জানি
কেনো আমরা ওই সময়গুলিতে চোখ ফেলিনা
আমরা তো আঁড়চোখে চেয়ে দেখি
আগামিতে আমাদের মিলন।

আপনার মতামত লিখুন :