ভারতের আসামে ভয়াবহ বন্যায় ৯ জনের মৃত্যু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:57 AM, 19 May 2022

আসাম রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার(১৯ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের ২৭ জেলার অনেক এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ছয় লাখের বেশি মানুষ।

আসামের বিভিন্ন জেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্রে ৪৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে পুরা রাজ্যজুড়ে ১১৩ টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

গত সোমবার (১৬ মে) ভারতের আসাম রাজ্যে পাহাড়ি এলাকার রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বেশ কয়েকটি বগি প্রবল স্রোতে উল্টে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় দিমা হাসাওয়ের নিউহাফলং রেলওয়ে স্টেশন।

আগামী চারদিন আসামে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :