মহাস্থান কলেজ সরকারী করনের দাবীতে শিক্ষার্থীদের রাস্তায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:00 AM, 21 October 2016

মহাস্থান(বগুড়া)প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রী কলেজ সরকারী করনের দাবীতে বিক্ষিব্ধ শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রংপুর বগুড়া মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় যাত্রীরা চরম ভোগান্তিতে পরে ।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের বিক্ষিব্ধ শিক্ষার্থীরা কলেজটি সরকারী করনের দাবীতে ক্লাস বর্জন করে রংপুর বগুড়া মহাসড়কে টায়ার জ্বালিয়া রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তার ২ পার্শে শতশত যানবাহন আটকা পরে ফলে যাত্রী সাধারণেরা চরম ভোগান্তিতে পরে । সংবাদ পেয়ে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মশিউর রহমান মন্ডল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মোকামতলা পুলিশ ফাড়ী ইনচার্জ এস আই শামিম, এস আই ছবুর , এস আই আবু কালাম, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষিব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে ও অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে অত্র কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু খায়ের এর সাথে কথা বললে তিনি জানান, ঐতিহাসিক পুন্ড্র বর্ধন নগরী মহাস্থান গড়ে অবস্থিত ১৯৭২ সালে এ কলেজ প্রতিষ্টিত হয়ে অত্যান্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্র কলেজে এইচএসসি ডিগ্রী এবং ৮ টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এ কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার। এমনকি ২০১৬ সালে শিক্ষার মান উন্নয়ন সহ সার্বিক সাফল্য কারনে এ কলেজটি উপজেলার মধ্যে সৃষ্ট শিক্ষা প্রতিষ্টান স্বীকৃতি পেলেও কলেজটি এখনো সরকারী করণ করা হয়নি। তিনি অবিলম্ভে মাননীয় সরকারের প্রতি কলেজেটি জাতীয় করনীয় করার দাবী জানান।

আপনার মতামত লিখুন :