মাদকাশক্ত ৫টি পরিবারকে পুণবার্সন করে খানসামায় মাদক মুক্ত বাহাদুর বাজার ঘোষনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:22 AM, 02 October 2016

দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকাশক্ত ৫টি পরিবারকে পুণবার্সন করে মাদক মুক্ত বাহাদুর বাজার ঘোষনা করা হয় । আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার হোসেনপুরের মুচি পাড়ায় ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান । আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম, ইউ,পি সদস্য, অনলাইন প্রেস ক্লাবের সহ: সভাপতি গোলাম কিবরিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । প্রধান অতিথি অনুষ্ঠানে মাদকাশক্ত ৫টি মুচি পরিবারকে অঙ্গিকারনামা পাঠ করান এবং তাদের মাঝে ভেড়ভেড়ী ইউপি’এর পক্ষ থেকে সেলাই মেসিন ও জুতা তৈরীর সরঞ্জামাদী বিতরন করেন । তিনি বলেন, ইতি পূর্বে পরিবার গুলির প্রধান গণ মাদক তৈরী ও সেবন করে মৃত্যু বরন করেন । পরিবার গুলির আয়ের প্রধান উৎস ছিল মাদক বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করা । মাদক বিক্রির দায়ে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হয় । তাই তিনি একটি পরিকল্পনা করে তাদের পুর্ণবাসনের ব্যবস্থা করে দেন যাতে তারা আর ভবিষ্যতে খারাপ কাজে জড়িত না হন । আজ থেকে বাহাদুর বাজারে নতুন ইতিহাস রচিত হল । উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান কে পরিবার গুলির পুণর্বাসনের জন্য সার্বিক সহযোগীতার কথা বলেন ।অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান হোসেনপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ।

আপনার মতামত লিখুন :