মোকামতলা বন্দরে ১ লাখ টাকার ভেজাল ম্যাংগো জুস উদ্ধার, আটক ৩

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  03:57 PM, 27 July 2019

শিবগঞ্জ( বগুাড়া) প্রতিনিধিঃ
বগুড়ায় শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ কতৃর্ক মোকামতলা বন্দর এলাকায় ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে অভিযান চালিয়ে তৈরিকৃত ৩ ড্রাম অনুঃ ৩০০০ লিটার ভেজাল কেমিক্যাল মিশ্রিত ম্যাংগো জুস, প্লাস্টিকের বস্তা এবং বিভিন্ন কেমিক্যাল উপকরন সহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার শিবগঞ্জ উপজেলা মোকামতলা বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালাত আটককৃতদের কারাদণ্ড প্রদান করেন এবং উদ্ধার হওয়া তরল জুস রাস্তায় ঢেলে ধ্বংস করা হয়।
আটককৃতরা হলো- আরিফুর রহমান (৩৬), ইউসুফ (৩৫) এবং শাকিল (৪০)।
মোকামতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদে মোকামতলা বন্দরে অভিযান চালিয়ে ভেজাল কেমিক্যাল মিশিয়ে ম্যাংগো জুস উৎপাদন করায় ওই তিনজনকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৩ হাজার লিটার ভেজাল জুস এবং বিভিন্ন ক্ষতিকর কেমক্যাল উপাদান উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১ লাখ টাকা।
তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতে আটককৃত আরিফুর রহমানকে ১ বছর, ইউসুফকে ৬ মাস এবং শাকিলকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা

আপনার মতামত লিখুন :