যাদের মধ্যে আল­াহ্ ভীতি কাজ করেু তারাই হল প্রকৃত মুসলমান — চেয়ারম্যান ইঞ্জি:আপেল মাহমুদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:44 PM, 15 February 2016

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদরের লাহিড়ীপাড়া ভবানীগঞ্জ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে গত রবিবার রাতে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তাফসীরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অত্র মাসাদ্রার সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএন.পি সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জি: আপেল মাহমুদ। তিনি বলেন, ইসলাম ধর্মের মাধ্যমেই বাংলাদেশে শান্তি প্রতিষ্টা করা সম্ভব। বিধায় ধর্মীয় গোড়ামী এবং অপরাজনীতিতে গা না ভাসিয়ে দেশ ও জাতীর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যাদের মধ্যে আল­াহ্ ভীতি কাজ করে তারাই হল প্রকৃত মুসলমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন.অত্র মাদ্রাসার সাধারণ সম্পাাদক নুরুল ইসলাম, মাদ্রারসার সুপার মাও: আবু হাসান, সহকারী শিক্ষক হাফেজ আনোয়ার হোসেন, মাও: আমিনুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল বারী বাবু, গোলাম রব্বানী, নরুল্ ইসলাম টুকু, বিশিষ্ঠ ব্যবসায়ী আ: রাজ্জাক, ইউনিয়ন বি.এন.পির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক এলামুল হক উকিল, প্রোল্টি ব্যবসায়ী আল-আমিন, সমাজ সেবক নুরুল আমিন, সুরুজ্জামান, লোকমান হোসেন, ফজলার রহমান , দুলাল মিয়া, জিল­ুর রহমান, আলহাজ্ব আবু খায়ের, আইয়ুব হাসান আইব, ইউপি সচিব মঞ্জুরুল হক মঞ্জু, আসাদুজ্জাম চিশতী, হেলাল উদ্দিন, মুনছুর রহমান, জাকির হোসেন। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আলহাজ্ব মাও: ফখরুদ্দিন আহমাদ, ঢাকা। সমগ্র তাফসীর পরিচালনা করেন সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

আপনার মতামত লিখুন :