রমজানের শিক্ষা নিয়ে কোরআনের আলোকে আমাদেরকে জীবন গড়তে হবে …চেয়ারম্যান সবুজ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:52 PM, 20 June 2016

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: রবিবার বিকালে বগুড়া সদরের গোকুল বন্দর দোকান দুটি মালিক সমিতি কর্তৃক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আজমল হোসেন এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ, সদস্য আলী রেজা তোতন, সালামত আলী, ইমদাদুল হক দুলাল, সাজেদুর রহমান সুজন, নজমল হোসেন মজো, হবিবর রহমান, জাকির হোসেন, রফিকুল ইসলাম সাজু, সংরক্ষিত মহিলা আসনের হাজেরা বেগম, রুমি বেগম ও তহমিনা আক্তারকে সংবর্ধনা প্রদান করেন বেহুলা লক্ষিন্দর বাসর রোড বন্দর মালিক সমিতির সভাপতি আলহজ্বা আজমল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজ, বন্দর মহাসড়ক রোডের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিউল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রশিদুল ইসলাম, ডাক্তার লিটন, ফজলুর রহমান, আজিজার রহমান, মাহফুজার রহমান, সায়েদুল বারী বায়্যিত, আব্দুল বাছেত বাছো, জহরুল ইসলাম, বেলাল হোসেন, হেলাল হোসেন, সাগর, জিন্নাহ, রেজাউল করিম, সাইফুল ইসলাম, আলহাজ্ব বাবু মিয়া, জুয়েল, ডাক্তার মিল্টন, বালা মিয়া। অতিথিদের মধ্যে ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ সরকার বলেন, গোকুল ইউনিয়নকে মাদক ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে এবং সরকারী সম্পদ গরীবদের মাঝে সম বন্টনের উদ্দ্যেশে আমি কাজ করে যেতে চাই। তিনি বলেন, পবিত্র রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে কোরআনের আলোকে জীবন গড়তে হবে। এজন্য দল মত নির্বিশেষ সকলকে কোরআনের ছায়াতলে আসতে হবে।

আপনার মতামত লিখুন :