রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযাদ্ধা দবিরুল ইসলামর দাফন সম্পন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  05:33 PM, 14 August 2020

রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতা : ১৯৭১ সাল মহান স্বাধীনতা যুদ্ধ অংশগ্রনকারী বীর মুক্তিযাদ্ধা মা: দবিরুল ইসলামক (সাবক ইউপি সদস্য) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন হয়ছ। ১৩ আগস্ট (বহস্পতিবার) রাত ৮টার সময় বীর মুক্তিযাদ্ধা দবিরুল ইসলাম (৭০) মধুপুর গ্রাম নিজ বাড়ীত মত্যু বরণ করন (ইনা—-রাজউন)। ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় সদর উপজলার রুহিয়া গিনীদবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়র মাঠ তার নামাজ জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শষ তাক রুহিয়া পুকুর সংলগ পারিবারিক কবর দাফন করা হয়।

এর আগে তাকে রাষ্ট্রীয় সর্বাচ সন্মান গার্ড অব অর্নার প্রদান করন বাংলাদশ পুলিশ বাহিনীর একটি চকষ দল । এ সময় উপস্থিত ছিলন, ঠাকুরগাঁও সদর উপজলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও সদর উপজলা মুক্তিযাদ্ধা ইউনিট কমান্ডার সুবাধ চদ্র রায় প্রমুখ। রুহিয়ার মুকুটহীন সম্রাট ছিলন মুক্তিযাদ্ধা দবিরুল ইসলাম, রাজনীতি দিয় শুরু করলও পর তিনি কর্মদক্ষতার মাধ্যম পুরা রুহিয়ার জনপ্রিয় রাজনতিক ব্যক্তিত্ব পরিণত হন।

বীর মুক্তিযাদ্ধা দবিরুল ইসলামর মত্যুত তার শাকাহত পরিবারর প্রতি সমবদনা জানিয়ছন, ঠাকুরগাঁও-১ আসনর মাননীয় সংসদ সদস্য জনাব রমশ চদ্র সন, ঠাকুরগাঁও জলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযাদ্ধা তমুর রহমান, রুহিয়া থানা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযাদ্ধা মাস্তফা কামাল, রুহিয়া থানা আওয়ামীলীগর সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জলা, উপজলা মুক্তিযাদ্ধা কমান্ডার সহ সকল মুক্তিযাদ্ধাগন।

আপনার মতামত লিখুন :