রায়নগরে ডিজিটাল নার্সারী উদ্বোধন গাছে টাকা ধরে না গাছ হতে টাকা আসে। … কৃষিবিদ মাসুদ আহম্মেদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:22 PM, 10 February 2016

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার দুপরের বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরজানি বন্দরে অরনী ডিজিট্লা নার্সারীর শুভ উদ্বোধন উপলেক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অরনী এগ্রোভেট ফিসারিজ লিঃ এর চেয়ারম্যান অপু রেজারিও এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে নার্সারীর শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ। তিনি বলেন, ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে অধিক আয় করা সম্ভব। কথায় বলে তরল সোনায় ভরব দেশ, গড়ব সোনার বাংলাদেশ। সবুজ নগর সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ। গাছে টাকা ধরে না, গাছ হতে টাকা আসে। তাই আমদের বাড়ির ফাঁকা জায়গায় ফলজ ও বনজ বৃক্ষরোপন করা প্রয়োজন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক মহ্াস্থান গড় শাখার ম্যানেজার আইয়ুব আলী, অরনী এগ্রোভেট ফিশারিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক রাজু, মাকেটিং পরিচালক সামছুল তাব্রিজ, কো-অডিনেটর কাজী রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম, বগুড়ার এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, মেহেদী হাসান (পূর্ব বগুড়া), ফিরোজ কবির (গাইবান্ধা), মাইদুল ইসলাম (রংপুর), আব্দুল লতিফ (কুড়িগ্রাম), আবুল কালাম আজাদ (নওগা), সানি রহমান (জয়পুরহাট), রুহুল আমিন (চাপাই), মঞ্জুর রহমান টুকু(রাজশাহী), দিলীপ কুমার ( টাঙ্গাইল) রায়নগর ইউনিয়নের সেলস এক্সিকিউটিভ ম্যানেজার ও শিবগঞ্জ উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলজার রহমান, মোজাহার হোসেন (শিবগঞ্জ পৌর), ওমসান গনী (বিহার), আব্দুল আজিজ (পীরব),আব্দুল কারীম (শিবগঞ্জ), আব্দুল রশিদ (দেউলি), এছাড়াও রায়নগর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নার্সারী মালিক সমিতির আলহাজ্ব আফজাল হোসেন, আবু জাফর প্রমুখ।

আপনার মতামত লিখুন :