শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই — রাজু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:13 AM, 03 November 2019

নুরনবী রহমান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক,
বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং
খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-
কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত
করতে পারে। বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে।

গতকাল মাঝিহট্ট দামগাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান গোলাম মির্জা সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাঝিহট্ট ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি শামছুল, সাধারণ সম্পাদক
তোতা মিয়া, স্বেচ্ছাসকলীগ নেতা শাহিন শাহ, সাইদুল, ছাত্রলীগ নেতা রনি, রায়হান বায়জিদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :