শিবগঞ্জের দেউলী ও সদর ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:27 PM, 30 September 2020

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ও শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দেউলি ইউনিয়ন পরিষদ হতে ১৮৯ জন উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান।

উক্ত চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আক্তার জাহান শ্যামলী, সাবিনা ইয়াসমিন, রেহেনা পারভিন রিনা, ইউপি সদস্য আনারুল ইসলাম, মেহেদী হাসান (খোকন), মেহেদুল ইসলাম, ছামছুল ইসলাম, দোলন রহমান, মেহেরুল ইসলাম প্রমূখ।

অপরদিকে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হতে ২২৫ জন উপকারভোগীদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করেন শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু।

উক্ত চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও মিলন মিয়া, সচিব হেলাল উদ্দিন, ইউপি সদস্য চুন্নু মিয়া, তোজাম্মেল হক, দুলা মিয়া, শিপন মিয়া, দেলোয়ার জাহান, ইসাহাক আলী, ফজলার রহমান, মিঠু মিয়া, মমতাজ বেগম, জোবেদা বেগম প্রমূখ।

আপনার মতামত লিখুন :