শিবগঞ্জের রায়নগরে স্ত্রীকে হত্যা করে পাষণ্ড স্বামীর পলায়নঃ থানায় মামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:05 PM, 14 January 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে এক গৃহবধুকে হত্যা করে স্বামী পলায়ন। থানায় মামলা দায়ের।

মামলা সূত্রে জানা গেছে, গড় মহাস্থান গ্রামের হাফিজারের কন্যা হামিদা বেগম (৪৫) প্রায় ২৫/৩০ বছর পূর্বে রায়নগরে বিয়ে হয়। বিয়ের পর তার ঘরে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম গ্রহণ করে। গত ৫/৭ পূর্বে স্বামী তাকে তালাক দিলে সে তার ছেলে মেয়েদের নিয়ে জীবন যাপন শুরু করে। এরই মধ্যে রায়নগর মধ্যে পাড়া গ্রামের সাইফুল নামের এক জনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের কারণে সাইফুলের সাথে গত ৭ই জানুয়ারী’১৬ইং তারিখে ৫০ হাজার টাকার মহরানায় কাবিন হয়। মহরানার টাকা কমানোর জন্য সাইফুল তার স্ত্রী হামিদা বেগমকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। হামিদা রাজি না হলে গত ১৩ই জানুয়ারী বুধবার গভীর রাতে হামিদা ভাড়ায় থাকা দুদু মিয়ার বাড়ীতে সাইফুল প্রবেশ করে সুকৌশলে তার গুপ্তাংগের মধ্যে পয়জন ঢুকিয়ে দিয়ে চলে যায়। বিষাক্ত পয়জনের কারণে তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস.আই সোহেল সুরতহাল রিপোর্ট তৈরী করে অনুমান করেন যে, তাকে সুকৌশলে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ উদঘাটন করা সম্ভব হবে তিনি মনে করেন। মৃত হামিদার ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।

আপনার মতামত লিখুন :