শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য হা-ডু-ডু খেলার উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:31 PM, 01 September 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মরহুম মুজিবুর রহমান মাস্টার স্মরণে গ্রাম বাংলার এতিহ্য হা-ড-ুডু খেলা বাগমারা দাখিল মাদ্রাসা মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবীব সবুজ,
মোকামতলা জাপা সাধারণ সম্পাদক রবিউল হাসান মাসুদ।

মোকামতলা ইউনিয়নযুবলীগের সভাপতি আইয়ুব মন্ডলের সভাপতিত্বে খেলায় আরও উপস্থিত ছিলেন
যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল, ইউপি সদস্য ধারাভাষ্যকার ও উপস্থাপক রফিকুল ইসলাম, ইউপি সদস্য
মালেক আকন্দ, পান্না আকন্দ,  শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক মোস্তাফিজার রহমান ভুট্টা, মোকামতলা যুবসংহতির সভাপতি মাহবুল, উপস্থাপক শিক্ষক মুছা, ফটু, জাহিম, ইমদাদুল, সুমনসহ এলাকার শতশত সাধারণ মানুষ।

উক্ত খেলায় শক্তিশালী কাগইলকে পরাজিত করে আমতলী একাদশ বিজয় অর্জন করে।

আপনার মতামত লিখুন :