শিবগঞ্জে নাশকতার মামলার ১১ নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:54 PM, 13 August 2017

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানার দায়েরকৃত মামলার ১১ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

আজ রোববার সকালে হাইকোর্ট তাদের জামিন দেয় বলে জানাযায়। জামিনের শুনানিতে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ন মহাসচিব ও ৪ বারের নির্বাচিত সুপ্রিম কোর্টবারের সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন খোকন। তাকে সহযোগীতা করেন বগুড়া-২ আসনের ২ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক বার কাউন্সিলার এ্যাড হাফিজুর রহমান ও এ্যাড ইলিয়াছ আলী। আগাম জামিন নেতাকর্মী হলেন কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী, প্রবীন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জিন্নাতুল বারী, আব্দুল কুদ্দুস, বাছেদ, নুরুল ইসলাম, আনিছুর রহমান, মনতাজ উদ্দিন, আলমগীর হোসেন, জালাল উদ্দিন ও যুব নেতা শাকিল। গত ৪ই আগষ্ট গভীর রাতে শিবগঞ্জের ৮ জন বিএনপি নেতাকর্মীকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। পরের দিন ২২ জন ও অজ্ঞাত ২২ -২৫ জনের নামে নাশকতার মামলা করে শিবগঞ্জ থানা। মামলার পর থেকে শিবগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঘর ও বাড়িছাড়া হয়েছে। আগাম জামিন ব্যাপারে এ্যাড হাফিজুর রহমানের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার ব্যার্থ চেষ্টা করছে বর্তমান সরকার। বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে পুলিশ দ্বারা বাধা প্রদান করছে। এ দেশের জনগন আগামী দিনে ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

আপনার মতামত লিখুন :