শিবগঞ্জে স্কুলের পিয়ন কোটি টাকা হাতিয়ে করে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও \ এলাকায় তোলপাড়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:58 PM, 20 August 2016

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিয়ন শ্রী পুনন চন্দ্র বিভিন্ন ভাবে সাধারণ লোকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি এলাকা থেকে উধাও হয়েছে। সে শিবগঞ্জ পৌরসভার বানাইল গ্রামের মৃত বলয় চন্দ্রের পুত্র।

জানাযায়, গত দেড় বছর পূর্বে পুননের ছেলে প্রান্ত কুমার শুভকে ইরাকে পাঠায়। তার ছেলেকে ইরাকে একটি ভালো কোম্পানীতে চাকরী করে। সেখানে কিছু লোকের প্রয়োজন, এই প্রলোভন দেখিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহেন শাহ্’র পরিবারের কাছ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা, পৌর এলাকার আচঁলাই গ্রামের মিলন, হালিম, পাভেল এবং চককানু গ্রামের আমিনুর ইসলাম প্রত্যেকের কাছ থেকে ৫ লক্ষ টাকা, মীরেরচক গ্রামের লেবু মিয়ার কাছ থেকে ৪ লক্ষ টাকা সহ আরো বিভিন্ন লোকজন, এনজিও-সমিতির নিকট থেকে প্রায় কোটি টাকা নিয়ে গত বৃহস্পতিবার রাত লাপাত্তা হয়েছে। ঘটনাটি এখন এলাকার সবার মুখে মুখে, এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আচঁলাই গ্রামের ওসমানের পুত্র ভুক্তভোগী মিলন জানায়, গত তিন মাস আগে আমি সহ আমাদের এলাকার ৪ জনের থেকে ৫ লক্ষ টাকা করে নেয়। গত শুক্রবার আমাদের ফ্লাইট এই কথা বলে পুনন আমাদের চট্টগ্রামে পাঠিয়ে দেয় এবং বলে আমি পরে আসছি। বৃহস্পতিবার রাত ৩ টায় পুননের সাথে আমাদের কথাও হয়। সে বলে আমি এখন সিরাজগঞ্জ। কিন্তু সকাল ৮ টার পর তার ফোন বন্ধ পাওয়া যায়। ব্যাপারটি ধীরে ধীরে এলাকায় জানাজানি হয়ে গেলে পাওনাদাররা সবাই তার বাড়িতে জড় হতে থাকে। অনেকেই তখন হাওমাও করে কেঁদে চিৎকার করে বলে, আমার সর্বস্ব বিক্রি করে ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা এনে দিয়েছি। এখন আমাদের পরিবার নিয়ে রাস্তায় এসে দাড়ানো ছাড়া কোন উপায় নাই। এব্যাপারে তার কর্মস্থল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন, আমি তাদেরকে স্কুলের জমিতে অস্থায়ী ভাবে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আর ঘটনাটি লোক মুখে আমি শুনেছি। আজ শনিবার তার স্কুলে উপস্থিত হওয়ার কথা ছিল। স্কুলে উপস্থিত না হওয়ায় আমি ও বিদ্যালয়ের সভাপতি শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জকে মৌখিক জানিয়ে রেখেছি।

আপনার মতামত লিখুন :