শিবগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:06 PM, 05 August 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় “পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিবগঞ্জ কৃষি অফিস চত্বরে ০৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উক্ত ফলদ বৃক্ষ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে যে পরিমান বনভূমি থাকা দরকার তা নেই, তাই দেশকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে কারণ গাছ একটি জীবন্ত বীমা। উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকারের সভাপতিত্বে উক্ত মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কে.এম রাফিউল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য উক্ত মেলায় মোট ১১টি স্টলে উপজেলা কৃষি অফিস, সাইদুর নার্সারী, সামাজিক বন বিভাগ, সাহিদা নার্সারী, নিউ সাথী নার্সারী, রাব্বী নার্সারী, মা-বাবা নার্সারী, মায়ের দোয়া নার্সারী, সোনালী নার্সারী, তাজ নার্সারী ও জ্যোতি ভার্মি কম্পোস্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে। উক্ত মেলা আগামী ৭আগষ্ট পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন :