শেখ হাসিনা সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে -আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:17 PM, 01 January 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার সোনাতলায় উৎসবমূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। স্থানীয় সবুজসাথী উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় মাঠে সকালে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলী খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার বিনামূল্যে শিক্ষার্তদের মাঝে বই বিতরন করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করেছে।আধুনিক বিজ্ঞান নির্ভর শিক্ষা নীতি প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে।সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে শিক্ষার হার ৬৯ শতাংশে উন্নীত হয়েছে, বেড়েছে নারী শিক্ষার হার। ডিগ্রী পর্যন্ত মেয়েরা অবৈতনিক শিক্ষা লাভ করছে। তিনি আরও বলেন, বছরের শুরুতে কোটি-কোটি ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বে নজিরবিহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান,সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান,বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. মিনহাদুজ্জামান লীটন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসীনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান রানা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু। অনুষ্ঠানে পৌর এলাকার ছাত্র-ছাত্রীদের বই বিতরন করা হয় । একই দিন সোনাতলা জাহাঙ্গীর আলম গুড মনিং স্কুল সহ বিভিন্ন স্কুলে বই বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :