সচ্ছতা, জবাব দিহিতা, জনগণের অংশ গ্রহণে আনবে ইউনিয়ন পরিষদে সুশাসন ………………রশিদুল্ ইসলাম

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:49 PM, 03 December 2015

 

আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধি: সচ্ছতা, জবাব দিহিতা, জনগণের অংশ গ্রহণে আনবে ইউনিয়ন পরিষদে সুশাসন। বুধবার বিকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা সভাপতির বক্তব্যে বিগত বছরের ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের জবাব দিহিতার ভিত্তিতে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, শেখেরকোলা ইউনিয়ন পরিষদে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে সকল কাজ জবাব দিহিতার ভিত্তিতে করেছি। আমার সৎ সাহস থাকার কারণে বগুড়া জেলা সচেতন নাগারিক কমিটি এবং টিআইবি এর মত আন্তর্জাতিক মানের সংস্থা সামনে আমার কর্মকান্ডের জন্য জনগণের সকল প্রশ্নের জবাব দিতে পেরেছি । এ জন্য বাকী কাজ গুলি সমাধানের জন্য আগামীতে ইউনিয়ন বাসীর সহযোগিতা কামনা করছি। ইউপি সদস্য আশরাফুল আলম রবিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি এর প্রোগাম ম্যানোজার তৌফিকুল ইসলাম, সনাক এর সদস্য অধ্যাপক সায়মা কানিজ, নুরুল আলম টুটুল, অধ্যাপক ওসমান গনি, ইউপি সদস্য সুফিয়া বেগম, রুলি বেগম. বিলকিস বেগম,আজিজুর রহমান, নকুল চন্দ্র সরকার, জবেদ আলী পাইকাড়,মোস্তাফিজার রহমান, নতুন সরকার,মোবারক আলী,মির্জা হাকিম মন্ডল, জাহাঙ্গীর ইসলাম, ইউপি সচিব আজমল হোসেন, শামছুল ইসলাম সহ এলকার গণম্যান ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :