সদরের গোকুল দুটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিতি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:31 PM, 01 February 2016

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: সারা দেশের ন্যায় এবারেও বগুড়ার সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তি পূর্ণ ভাবে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত।
এবার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রে ৫২৭ জন ও তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৪ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। দুটি কেন্দ্রের কেন্দ্র সচিব যথাক্রামে আব্দুর রহিম ও গোলাম সোবহান আমাদের মহাস্থান প্রতিনিধি সাইদুর রহমান সাজু কে জানান সকল পরীক্ষা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুটি কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বগুড়া সদর উপজেলা পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, হল সুপার ভাইজার নামুজা ্উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপাল চন্দ প্রামাণিক ও সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান। আইন শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্কুলের ম্যানোজিং কমিটির সদস্য মাও: আব্দুল রউফ, শাহজাহান আলী ,এবি,এম মিলন সহ অন্যান্য সদস্য গণ প্রশাসনকে সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন :