সন্ত্রাস,জঙ্গিবাদ,ও মাদক এক নিঃশব্দ আততীয় এদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে। খেলাধুলার কোন বিকল্প নেই …সুলতান মাহমুদ খান রনি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:16 PM, 16 March 2017

মহাস্থান বগুড়া প্রতিনিধি: গত কাল বগুড়া গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের এম আর এম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল কাশেম স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট -২০১৭ খেলা অনুষ্ঠিত হয়।সাবেক চেয়ারম্যান ও গাবতলী উপজেলা আওয়ামী লীগ-এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙ্গা পৃষ্টপোষকতায় বগুড়া জেলা ছাত্রলীগ-এর উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক আহাদ -এর ব্যবস্থাপনায় বগুড়া জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি ও নেপালতলী ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন গাবতলী উপজেলা আওয়ামী লীগ -এর সভাপতি এএইচ আজম খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগ-এর প্রচার ওপ্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি।প্রধান অতিথি তার বক্তবে বলেন বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা গরতে বতর্মান সরকার নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক মুক্ত সমাজ গঠনে। খেলাধুলার কোন বিকল্প নেই।অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃমোস্তফা আলম নান্নু বিশিষ্ট আইনজীবি শফিকুল ইসলাম নাফরু,গাবতলী উপজেলা পুলিশিংকমিটি-এর সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ,আওয়ামী লীগনেতা ইমরান হোসেন রিবন,মোনিনুল হক শিলু,জিয়াউর রহমান জুয়েল, মিল্টন হোসাইন,মোস্তাফিজুর রহমান মজনু,জালাল উদ্দিন,মজুকুর রহমান আলতাফ প্রভাষক মামুনুর রশিদ মামুন।

আপনার মতামত লিখুন :